“বাঁধন” বরিশাল জোনের সভাপতি ইমরান,সম্পাদক আসিক

বিশেষ প্রতিনিধি ;; স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, বরিশাল জোনের কার্যকরী পরিষদ -২০২৪ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাদারীপুর সরকারি কলেজের  ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিক উদ জামান । গত ৩ই মে মাদারীপুর সরকারি কলেজ ইউনিটে বরিশাল জোন কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে কেন্দ্রীয় প্রতিনিধি  হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা সরকারি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস।  কমিটির অন্যান্য সদস্যরা হলেন:সহ সভাপতি - ইসরাত জাহান ইফা, জহিরুল ইসলাম,সহ- সাধারণ সম্পাদক - মোঃ আল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক - মেহেদি হাসান ইমন ,সহ- সাংগঠনিক সম্পাদক - কামরুন নাহার বিথী ,কোষাধ্যক্ষ - মাহিয়ান মল্লিক,দপ্তর সম্পাদক - সুরাইয়া আক্তার রিক্তা,প্রচার ও প্রকাশনা সম্পাদক - নুরউল্লাহ সিদ্দিকী,তথ্য ও শিক্ষা সম্পাদক -  মোঃ মুশফিকুর রহমান । নির্বাহী সদস্য -মোঃ জোবায়ের,রিয়াদ সিকদার,তৈমুর রহমান তামিম,  মোঃ আমজাদ হোসেন, ডিটল গাইন এবং মোঃ তরিকুল ইসলাম নয়ন নতুন কমিটির সাধারণ সম্পাদক আসিক উদ জামান বলেন:-এ সংগঠন পরিচালনা মধ্যদিয়ে আমরা আমাদের যেমন সৃজনশীলতা বিকাশ ঘটিয়েছি কর্মে তেমনি আমরা তৃনমূল মানুষ থেকে শুরুকরে সাধারন শিক্ষার্থী মাধ্যে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করছি  কবিতার ছলে বলতে গিলে,"মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও" দিন শেষে একটি বাক্য উঠে আছে আমরা সর্বদা নিজে প্রত্যাক্ষ বা পরোক্ষভাবে মানুষের পাশে ছিলাম আছি থাকবো আমদের সৎ এবং ভালো কর্মগুনে।

barishalbarta24 barishalbarta24