বরিশাল

“আমার নামে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন”-সৌরভ কুমার সাহা

  প্রতিনিধি 13 October 2025 , 12:31:55 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

গতকাল ১২ই অক্টোবর জাতীয় দৈনিক, স্থানীয় এবং বরিশালের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ১১ বছরে অর্ধশত কোটি টাকার মালিক বরিশালের বিআরটিএ সৌরভ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে ইন্সপেক্টর সৌরভ কুমার সাহা।

সংবাদের উল্লেখিত আত্মীয়স্বজনসহ নামে-বেনামে ১০ টি বাস, প্রাইভেট কার, সিএনজি, জমিসহ ৫০ কোটি টাকার সম্পদ ও গাড়ি রেজিস্ট্রেশন এবং ৪ বছর আগে ‘হাওলাদার পরিবহন’-এর ব্যানার (রুট)দামি প্রাইভেট কার, পাজেরো গাড়ি, ফরিদপুর-ভাঙ্গা খুলনা-গোপালগঞ্জ রুটে ১০টি বাস, সিএনজি, আটোরিক্সাসহ নিউজে যেসব তথ্য রয়েছে তা সঠিক নয় বলেও মন্তব্য করেন সৌরভ।

এ বিষয় বিআরটিএ ইন্সপেক্টর সৌরভ কুমার সাহা বলেন, মূলত আমার বাবার নামে একটি বাস ও একটি প্রাইভেটকার রয়েছে। বাসটি ফরিদপুরে লোকাল রুটে চলাচল করে এবং প্রাইভেট কারটি ফরিদপুর রেন্ট-এ কার এ চলাচল করে।

এছাড়া আমাদের পরিবারের বা আমার কোন কোটি টাকার সম্পদ নাই। আমার নিজের কোন প্রাইভেট কার নাই। যে পাজারো গাড়ির কথা সংবাদে উল্লেখ করা হয়েছে সেটা অফিসের সরকারি গাড়ি আমার ব্যাক্তিগত গাড়ি নই।

তিনি আরও বলেন আমার বাবা যুগ যুগ ধরে এই গাড়ির ব্যবসা করেন। আমি কোনো আওয়ামী লীগ এমপি বা কোনো নেতার সুপারিশে চাকুরি পাই নাই। সে রকম কেউ ডকুমেন্টস জনগনের সামনে দেখাতে পারবে না।

আমার ভগ্নিপতি নারায়নগঞ্জ জেলায় একটি সুনামধন্য সিমেন্ট কোম্পানিতে কর্মরত রয়েছেন। সুতরাং আমার ভগ্নিপতির কোন উপায় নাই আমার নিজ এলাকার সিএনজি অটোরিক্সা ব্যাবসা দেখা শোনা করবে। সংবাদের এই অংশটুকু বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি বলেন কিছু কু-চক্রিমহল আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের কাছে ভূল ও অসত্য তথ্য উপস্থাপন করে সংবাদটি প্রকাশ করিয়েছে। সংবাদে যা লেখা হয়েছে তা অসত্য এবং ভিত্তিহীন।

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বিরুদ্ধে যা লেখা হয়েছে বা শশুড়বাড়ি ও আমার সব সম্পত্তি মিলিয়েও ২ কোটি টাকা হবে না। পাশাপাশি আমার শ্বশুর বাড়ি টিনসেট এবং আমি থাকি হিন্দুদের ট্রাষ্টের জমিতে। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে আরও সতর্ক থাকার অনুরোধ জানাই।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ