আজকের বিশ্ব

ইতালি যাওয়ার পথে গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

  প্রতিনিধি 20 September 2025 , 9:52:39 প্রিন্ট সংস্করণ

বরিশালবার্তা অনলাইন:
ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছাড়লেও শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরলেন মাদারীপুরের তরুণ জীবন ঢালী (২২)। ইউরোপে ভালো জীবনের আশায় দালালের প্রলোভনে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারাতে হলো তাকে।
গত ৮ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। প্রায় ১০ দিন পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর পৌঁছায় নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে। খবর পৌঁছাতেই পরিবার ও গ্রামজুড়ে নেমে আসে শোকের মাতম।

নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, জীবনের সঙ্গে থাকা সহযাত্রীরা ফোন করে তার মৃত্যুর খবর দেশে জানান। প্রায় ছয় মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দালাল রাসেল খানের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমান জীবন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্নে বিদেশযাত্রা বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর পর কয়েক মাস এক গেম ঘরে আটকে রাখা হয় তাকে। অবশেষে মাফিয়াদের গুলিতে জীবন শেষ হয় তরুণ এই প্রবাস স্বপ্নবাজের।

জীবনের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা-বাবা। গোটা গ্রাম এখন শোকে স্তব্ধ। এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়ত এভাবেই দালালদের ফাঁদে পড়ে দেশের বহু তরুণ প্রাণ হারাচ্ছেন। তারা দ্রুত মানবপাচার চক্রকে চিহ্নিত করে অভিযুক্তদের শাস্তি এবং নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে দেশের বিভিন্ন এলাকার যুবক দালালদের টার্গেটে পড়ছেন। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। নিহত জীবনের ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ