প্রতিনিধি 4 October 2025 , 4:33:11 প্রিন্ট সংস্করণ
উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার সেনেরহাট বাজারে শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর ওয়ার্ড অফিসসহ অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে জামায়াত অফিস, হোটেল, ফার্মেসি, ইলেকট্রিক, গার্মেন্টস, হার্ডওয়্যার ও পান-সুপারির দোকান।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।