বরিশাল

এক মাসে বরিশালে ২৭ ধর্ষণ, ৫ খুন

  প্রতিনিধি 12 October 2025 , 6:47:02 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার
এক মাসে বরিশাল জেলা এ মহানগরীতে ১২টি ধর্ষন ও পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও গত সেপ্টেম্বর হয়সে বরিশালে ৩১১টি অপরাধ সংঘটিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। জেলা ও মহানগর পুলিশের উত্থাপিত অপরাধ পরিসংখ্যানে দেখা যায়, গত সেপ্টেম্বর মাসে ৫১১টি অপরাধ সংগটিতে হয়েছে জেলা ও মহনগরীতে।
এর মধ্যে মহানগরীতে ধর্ষনের ঘটনা ১৫টি ও জেলায় ঘটেছে ১২টি। নগরীতে ১০টি নারী ও ৬টি শিশু নির্যাতন এবং জেলায় ৩২ জন নারী ও ৬ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন। নগরীতে ১টি এবং জেলায় ৪টি হত্যাকাণ্ড ঘটেছে। জেলা মহানগরে দুটি ডাকাতি, ১৫টি সিধেল চুরি, ১২টি চুরি এবং মহানগরে ১ টি অপহরণের মতো অপরাধ সংঘটিত হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ