প্রতিনিধি 12 October 2025 , 5:31:03 প্রিন্ট সংস্করণ
বরিশালবার্তা ডেস্ক:
সরকারের ঘোষনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এর উপরে গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১২ অক্টোবর রবিবার সকালে সদর রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির মাওলানা জহির উদ্দিন বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল জেলা আমির মাওলানা আবদুল জব্বার, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন,‘যে আশা আকাঙ্খা নিয়ে এ দেশে জুলাই বিল্পব হয়েছে তার বাস্তবায়ন কিছু হচ্ছে না। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হইক। স্বৈরাচার শেখ হাসিনার বিচার এদেশে মাটিতে হউক।