প্রতিনিধি 12 October 2025 , 4:46:31 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:
ঝালকাঠির রাজাপুরে ATN বাংলার সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নিজেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ATN বাংলার সাংবাদিক পরিচয় দিয়ে বাইপাস মোড়ে চাঁদাবাজি করছিলেন। যানজটের সুযোগে তিনি ভান্ডারিয়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীর কাছে থাকা মালামাল দাবি করেন।
মোটরসাইকেল আরোহী মালামাল দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে ফোন করে তার আরও কয়েকজন সহযোগীকে ঘটনাস্থলে ডেকে আনেন এবং তারা মটরসাইকেল থামিয়ে আরোহীর ওপর হামলা চালায়।
পরবর্তীতে আহত মটরসাইকেল আরোহীরা স্থানীয়দের সাহায্যে ঘটনাস্থল ত্যাগ করে।
রাজাপুর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।