প্রতিনিধি 14 October 2025 , 6:28:28 প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি:
সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা।
ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা ও নিয়ন্ত্রিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা ও টিচার লাউঞ্জে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সমাজ।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত শিক্ষকরা বলেন, “শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো স্থান নেই। শিক্ষক সমাজের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
উল্লেখ্য, এই কর্মসূচি আয়োজন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, বিএম কলেজ ইউনিট।