ক্যাম্পাস

ঢাকার ঘটনার প্রতিবাদে বিএম কলেজে শিক্ষক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

  প্রতিনিধি 14 October 2025 , 6:28:28 প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি:

সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা।

ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা ও নিয়ন্ত্রিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা ও টিচার লাউঞ্জে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সমাজ।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত শিক্ষকরা বলেন, “শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো স্থান নেই। শিক্ষক সমাজের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

উল্লেখ্য, এই কর্মসূচি আয়োজন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, বিএম কলেজ ইউনিট।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ