প্রতিনিধি 13 October 2025 , 7:48:48 প্রিন্ট সংস্করণ
বিএম কলেজ প্রতিনিধি:
বরিশালের তালতলি বাজারে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে হাসিব নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি বিএম কলেজ-এর ২০১৮–১৯ সেশনের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত কাল রাতে তালতলি বাজারে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি মিটমাট হলেও কিছুক্ষণ পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একটি পক্ষের এক যুবক কোমর থেকে ধারালো ছুরি বের করে হাসিবের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আহত হাসিবের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।ভাই লেখা ঠিক আছে