ক্যাম্পাস

নারীকে সাহায্য করতে যেয়ে ছিনতাইকারীর কবলে ববি শিক্ষার্থী

  প্রতিনিধি 15 October 2025 , 6:42:22 প্রিন্ট সংস্করণ

ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিত্র দে কে মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগ কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বরিশাল নগরীর চকবাজার সংলগ্ন মুড়ির পট্টিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সৌমিত্র দে জানান, চকবাজার একটি চশমার দোকান থেকে আমি চশমা কিনে বের হই। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে সামনে অন্ধকার তাই আমাকে এগিয়ে দেয়ার জন্য অনুরোধ করে। আমি তাকে এগিয়ে দেয়ার জন্য চকবাজার মুড়ির পট্রির ভিতরে যাই। এসময় গলির মধ্য থেকে হঠাৎ তিনজন ছিনতাইকারী গলায় চাকু ধরে বলে যা আছে বের কর। মেয়েটি পাশেই দাঁড়িয়ে ছিলো। এসময় ছিনতাইকারীদের সাথে ধ্বস্তাধস্তি হয়। তারা চেইন বের করে বেধরক মারধর শুরু করে। আমার মুখে কিল-ঘুষি দেয় এতে আমার বাম চোখের নিচ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। মারধর করতে করতে আমাকে রাস্তায় ফেলে দেয় এবং আমাকে বলে তুমি এবার চলে যাও।

এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ