আজকের বিশ্ব

নেপালের জেন জিদের দাবি মেনে ‘দুর্নীতি বন্ধের’ অঙ্গীকার কার্কির

  প্রতিনিধি 14 September 2025 , 9:35:40 প্রিন্ট সংস্করণ

বরিশালবার্তা অনলাইন:
দুর্নীতি দমনের জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণকারী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জেন-জি বিক্ষোভে রাজনৈতিক পালাবদলের পর কার্কি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি আজ রোববার থেকে তার কাজ শুরু করেছেন।

সুশীলা কার্কি বলেন, ‘আমাদের জেন জি প্রজন্মের চিন্তাভাবনা অনুসারে কাজ করতে হবে।

জেন জি যা দাবি করছে, তা হল-দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা।’
গত শুক্রবার দায়িত্ব নেওয়ার পর ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি তার প্রথম প্রকাশ্য মন্তব্যে বলেন, ‘আপনাকে ও আমাকে এটি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।’

কার্কি আরো বলেন, তিনি ও তার অন্তর্বর্তীকালীন সরকার ‘ছয় মাসের বেশি একদিনও এখানে থাকবে না।’

আগামী ৫ মার্চ ২০২৬ সালে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ