প্রতিনিধি 23 September 2025 , 4:07:25 প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় টিকটক করতে মোবাইল না পেয়ে আত্মহত্যা করেছে সৌদি আরব প্রবাসীর মেয়ে এক স্কুলছাত্রী। সোমবার রাতে টিকটক করার জন্য মায়ের কাছ থেকে মোবাইল চেয়ে না পেয়ে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
পরিবারের সূত্র থেকে জানা যায়, পৌর শহরের ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রাইসা আক্তার (১৬) পূর্ব থেকেই মোবাইলে টিকটকের প্রতি আসক্ত ছিল। সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় মেয়ের চলাফেরা সামাজিকভাবে ভালো না দেখে ১৫ বছর বয়সেই সাকিব নামক এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন; কিন্তু মেয়েটি স্বামীর কথাও শুনতেন না বলে জানা যায়।
এদিকে মেয়ের মোবাইলের প্রতি বেশি আসক্ত হওয়ার কারণে মা তার মোবাইল জব্দ করেন বলে জানা যায়। মায়ের নিকট হতে মোবাইল চেয়ে না পাওয়ায় সোমবার রাতে গলায় ফাঁস দেয় বলে জানা যায়।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম জানান, লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্ত করার জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।