প্রতিনিধি 28 September 2025 , 6:58:16 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার ::
বরিশালের গোল্ডেন আবাসিক হোটেলে প্রবাসীর স্ত্রী কেয়া আক্তার ডলি (৩২) ও মামুন চৌকিদার (৩৫) কে অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফিস মার্কেট এলাকার ওই হোটেলের ৫ম তলার ২০ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার চর সন্তোষপুর গ্রামের প্রবাসী বেল্লাল হোসেন অপুর স্ত্রী কেয়া আক্তার ডলি দীর্ঘদিন ধরে একাধিক পরপুরুষের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে। এর আগেও একাধিকবার স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় আটক করে।
প্রবাসীর মামাতো ভাই শুভ বৃহস্পতিবার সকালে ডলির পিছু নিয়ে বরিশালে আসে এবং মামুন চৌকিদারের সাথে তাকে হোটেল কক্ষে প্রবেশ করতে দেখে। পরে ভিডিও ধারণ করে স্থানীয় ছাত্রদল নেতা শাহজাদার সহায়তায় তাদের আটক করা হয়।
এসময় সমঝোতার অংশ হিসেবে নগদ ৭২ হাজার টাকা, স্বর্ণের চেইন, হাতঘড়ি ও একটি জাতীয় পরিচয়পত্র রেখে ডলি হোটেল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শুভ জানান, ভিডিওর মূল কপি এখনো তার কাছে সংরক্ষিত আছে।
প্রবাসীর পরিবারের দাবি, কেয়া আক্তার ডলি অনৈতিক কর্মকাণ্ডকে পেশা হিসেবে নিয়েছে। এমনকি তার একমাত্র ছেলে আব্দুল্লাহ (১৩) অভিযোগ করে, “আমার মা বহু পুরুষের সঙ্গে খারাপ কাজ করে।”
অভিযোগ রয়েছে, ডলির নাবালিকা ভাগ্নীকেও জোর করে বিয়ে দিয়েছিল, পরে সেটি ভেঙে যায়।
এ ঘটনায় প্রবাসী বেল্লাল হোসেন অপু ক্ষোভ প্রকাশ করে জানান, “স্ত্রী বারবার অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় আমি সংসার চালিয়ে যেতে অনিশ্চয়তায় ভুগছি।”