প্রতিনিধি 30 September 2025 , 7:08:28 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:
বরিশালের উজিরপুর উপজেলায় অজ্ঞাত ট্রাকের চাপায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার সাজু পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির ভূইয়া (৫৮) উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত মান্নান ভূইয়ার ছেলে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে মানসিক ভারসাম্যহীন জাকির ভূইয়া মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।”
তিনি বলেন, পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’