প্রতিনিধি 26 September 2025 , 4:39:04 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বরিশালে পার্কে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে তিন দফায় দুই সাংবাদিককে মারধর করেছেন ছাত্রদল নেতারা। এতে এক সাংবাদিক রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীনসিটি পার্কের প্রবেশ পথে।
আহত হয়েছেন সময় টিভির ক্যামেরাম্যান সুমন হাসান ও চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক সুমন হাসান বলেন, বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান। তখন তার মেয়ে ক্লাব-সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। মেয়েকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাঁধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। পার্কের মধ্যে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছে। তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দেবেন না। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগিরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে। তখন তার মেয়ে চিৎকার করলে চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান পাপ্পু ছুটে আসেন। তিনি পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা দুইজনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পাপ্পু পড়ে গিয়ে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।