বরিশাল

বরিশালে পিছন থেকে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

  প্রতিনিধি 11 October 2025 , 12:10:09 প্রিন্ট সংস্করণ

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় শনিবার দুপুর ১২.৩০মি. দিকে সড়ক দুর্ঘটনায় এক বিক্রয় প্রতিনিধি সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগামী পরিবহন সাইকেল আরোহীকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (সেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি বেসরকারি প্রাণ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (সেলসম্যান) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর পরিবহনটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনাকারী যানবাহনটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ