প্রতিনিধি 24 September 2025 , 3:25:15 প্রিন্ট সংস্করণ
বরিশালবার্তা ডেস্ক:
বহুল বিতর্কিত প্রতারক,নারী পিপাসু,লম্পট,স্ত্রী নির্যাতনকারী,ছাত্রনেতা, সমন্বয়ক, ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকসহ নানান পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ডাকাতির প্রস্তুতি,ভুয়া মামলায় আসামী করার হুমকি,ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের ভয়ঙ্কর অভিযোগ সদ্য বিলুপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব বহিষ্কৃত সহ সমন্বয়ক সেই মারজুক আব্দুল্লাহকে বরিশাল নগরীর জিলাস্কুল মোড়ে গনধোলাই ও মারধর করেছে বিক্ষুব্ধরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিরীহ লোকজনের নামে মামলা করে হয়রানী করায় তার উপর অনেকেই ক্ষুব্ধ ছিলেন। তার নামে পটুয়াখালীতে ডাকাতি সহ দুটি মামলা রয়েছে। বেশ কিছুদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্ত হয়। এছাড়া মারজুকের নির্যাতন সইতে না পেরে ডিভোর্স দিয়েছে স্ত্রী মেহেরুন্নেছা। ডিভোর্স দেয়ার পরেও মেহেরুন্নেছা ও তার পরিবারকে হয়রানী ও হুমকি দিচ্ছে মারজুক আব্দুল্লাহ।
মারজুকের বিরুদ্ধে বিভিন্ন নারীকে প্রলোভন দিয়ে কুয়াকাটায় নিয়ে গিয়ে ইজ্জত হারানোসহ ভয়ংকর অভিযোগ রয়েছে।এক নারীকে ফুসলিয়ে নিয়ে কুয়াকাটার আবাসিক হোটেল সানফ্লাওয়ারে তিন দিন রাখার অভিযোগ রয়েছে।
মামলা বানিজ্য ও সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে মারজুকের যুগ্ম সদস্য সচিব পদ ২০ মে বরিশাল জেলা শাখা স্থগিত করেন। এছাড়া পটুয়াখালীর দুমকি থানার উপ-পুলিশ পরিদর্শক নুরুজ্জামান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির ঘটনায় মারজুকের বিরুদ্ধে গত ৬ জুন দুমকি থানায় মামলা দায়ের করেন।
এছাড়া মারজুক আব্দুল্লাহ একজন নারীকে পিএস হিসেবে নিয়োগ দিয়ে বেতনের টাকা না দিয়ে উল্টো প্রান নাশের হুমকী ও এসিড দিয়ে ঝলসানোর হুমকি দেয়।এ ব্যাপারে ভুক্তভোগী ঐ পিএস বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।