বরিশাল

বরিশাল নগরীতে এসি বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

  প্রতিনিধি 7 October 2025 , 11:30:27 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর ফিশারি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার ৭ অক্টোবর) দুপুরে ফিশারি রোড এলাকার ফাতিমা মঞ্জিলের চতুর্থ তলায় এসি বিস্ফোরণের ফলে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সাব অফিসার শাহাবুদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছেন।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দ্রুত উদ্ধার অভিযান চালানো হওয়ায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ