প্রতিনিধি 11 October 2025 , 9:05:12 প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি:
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ক্যান্টিন ভবন এখন শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের ছাদজুড়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে পলেস্তারা ও ইটের টুকরা। ফলে প্রতিদিন ক্যান্টিনে অবস্থানরত শিক্ষার্থীরা রয়েছে ঝুঁকিতে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এই ক্যান্টিনে খাবার খেতে ও আড্ডা দিতে আসেন। তবে ছাদের টুকরা মাথায় পড়ার ভয়ে এখন অনেকেই ক্যান্টিনে অবস্থান করতে ভয় পাচ্ছেন। কয়েকদিন আগে ছাদের একটি অংশ খসে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা বলেন, “আমরা প্রতিদিন ক্যান্টিনে আসি, কিন্তু এখন ভয়ের মধ্যে থাকতে হয়। ছাদ যেকোনো সময় ধসে পড়তে পারে।” তারা কলেজ প্রশাসনের কাছে দ্রুত ক্যান্টিন ভবনের ছাদ সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তারা আরও জানান, “কোনো দুর্ঘটনা ঘটার আগে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।”
এ বিষয়ে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।