প্রতিনিধি 12 September 2025 , 11:23:39 প্রিন্ট সংস্করণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শুরু হয়েছে ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ১২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে Applications of Financial Management at Public Sector: Focus on University’s Financial Management শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। ১২ সেপ্টেম্বর সকাল ৯:০০ টায় কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোঃ সোহেল চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বহিস্থঃ প্রশিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার। ২ দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৫৩ জন শিক্ষক ও কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করবেন।