বরিশাল

বরিশাল সদর রোডে সিটি কর্পোরেশনের ভবনে চলছে প্রকাশ্য মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড

  প্রতিনিধি 17 October 2025 , 6:53:23 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর সদর রোড সংলগ্ন ফকিরবাড়ি সড়কের প্রবেশমুখে অবস্থিত অসম্পূর্ণ নির্মাণাধীন পাঁচ তলা ভবনে চলছে প্রকাশ্য মাদক ব্যবসা, অনৈতিক কর্মকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দিনদুপুরে ওই ভবনে ইয়াবা ও গাঁজার বেচাকেনা হয়। সন্ধ্যা নামলেই ভবনটি রূপ নেয় নিম্নবিত্ত নারীদের মাধ্যমে দেহপসারিণীর আড্ডাখানায়। এসবের নিয়ন্ত্রণে রয়েছে স্থানীয় কিশোর গ্যাং, যারা মাদক ব্যবসার পাশাপাশি ফুটপাতের দোকান ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে।

ভবনসংলগ্ন পত্রিকা বিক্রেতা কবির হোসেন বলেন,“এই সিটি কর্পোরেশনের ভবনে দিনরাত গাঁজা সেবন চলে। রাত হলে নেশাগ্রস্ত কিশোর ও যুবকরা বিভিন্ন বয়সী নারী নিয়ে আসে, চলে নানা অপকর্ম। এখন তো কিশোর গ্যাংয়ের ভয়ও যোগ হয়েছে। দোকানদারদের কাছ থেকে ওরা জোর করে টাকা তোলে।”

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ভবনটির নির্মাণ কাজ বহু বছর ধরে বন্ধ। ফলে জায়গাটি এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। ভবনের ভেতরে ছড়িয়ে আছে মদের বোতল, ইয়াবা-গাঁজা সেবনের সরঞ্জাম এবং নানা বর্জ্য পদার্থ।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন,“ওই স্থানে মাদক বা অন্য কোনো অপকর্ম হয়ে থাকলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা ও অভিযান চালাবো।”

এদিকে মাদকের বিস্তার ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “বরিশাল নগরীতে মাদক ও অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলছে। সদর রোড এলাকা সম্পর্কেও তথ্য পাওয়া গেছে— আমরা ইতোমধ্যে বিশেষ টিমকে নির্দেশ দিয়েছি। কেউ মাদক ব্যবসা, অনৈতিক কর্মকাণ্ড বা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও অপরাধের বিরুদ্ধে বিএমপি কোনোভাবেই আপস করবে না বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।”

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ