প্রতিনিধি 18 September 2025 , 6:10:31 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার::
বরিশাল বিশ্ববিদ্যালয়( ববি) ক্যাম্পাসে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ছাত্রদল কর্মী রাকিব হাসান রকি এর উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে সহযোগিতা করে বরিশাল সিটি কর্পোরেশন।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় এ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল, উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হয়।
ছাত্রদল নেতা রাকিব হাসান রকি বলেন,
“মশার উপদ্রবে সন্ধ্যায় ক্যাম্পাসে বসতে কষ্টকর হয়ে যায়, লাইব্রেরিতে পড়াশোনাও ব্যাহত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন শিক্ষার্থীদের এই ন্যূনতম সমস্যার সমাধানে ব্যর্থ হচ্ছে, তখন আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এ মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি।
বিজয় ২৪ হলের শিক্ষার্থী রাহী ইসলাম সুমন বলেন,
“মশার উপদ্রব হলে পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে আবাসিক হলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। তাই এমন উদ্যোগ আমাদের জন্য সত্যিই স্বস্তিদায়ক। আমরা চাই এ ধরনের মশক নিধন কর্মসূচি শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিতভাবে চলুক।