প্রতিনিধি 16 October 2025 , 2:16:49 প্রিন্ট সংস্করণ
বিএম কলেজ প্রতিনিধি ॥
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন কাউন্সিলকে সামনে রেখে ভোটার ও সদস্য ফরম নবায়ন কার্যক্রম চলছে দ্বিতীয় দিনের মতো। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে দেখা গেছে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।
কলেজের বিভিন্ন বিভাগ ও হোস্টেল থেকে শিক্ষার্থীরা সকাল থেকেই এসে ফরম নবায়নের লাইনে দাঁড়ান। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এ প্রক্রিয়ায়।
ভোটার নবায়ন করতে আসা শিক্ষার্থীরা জানান, এই কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলে যোগ্য নেতৃত্ব আসবে বলে আমরা বিশ্বাস করি।
আরও একজন শিক্ষার্থী বলেন, গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন হলে সংগঠনের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়বে।
ছাত্রদল নেতারা জানান, শিক্ষার্থীদের এই ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে সংগঠনটির প্রতি তাদের আস্থা ও আগ্রহ। তারা বলেন, “শিক্ষার্থীদের এই অংশগ্রহণই আমাদের শক্তি। গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনের প্রস্তুতি চলছে জোরেশোরে।”