প্রতিনিধি 14 October 2025 , 10:34:15 প্রিন্ট সংস্করণ
বিএম কলেজ প্রতিনিধি:
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থী ও তার পরিবারের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনা বিভাগের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “শিক্ষার্থী হাসিব আহমেদ ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ সময় শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য, বরিশালের তালতলি বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে বিএম কলেজের ২০১৮–১৯ সেশনের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাসিব আহমেদ আহত হন।