প্রতিনিধি 14 October 2025 , 7:14:07 প্রিন্ট সংস্করণ
চরফ্যাশনে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার। ভোলার চরফ্যাশনে ২০ পিস ইয়াবাসহ উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে চরফ্যাশন বাজারের বটতলা রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী জিন্নাগর ইউনিয়নের কাঞ্চন আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বটতলা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রোববার সকালে চরফ্যাশন আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।