বরিশাল

ভোলায় ডাক্তার আঁখির অবহেলায় নবজাতকের মৃত্যু

  প্রতিনিধি 6 October 2025 , 9:37:41 প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি:
‎ভোলার চরফ্যাশনে চিকিৎসক আঁখি আক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

‎রবিবার (৫ অক্টোবর) বিকাল ৪ টার দিকে চরফ্যাশন উপজেলার করিমজান মহিলা মাদ্রাসা রোডে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

‎নিহত নবজাতকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার  সকাল ১০ টার দিকে সন্তানসম্ভবা তাছলিমা বেগমকে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার মেঘনা ল্যাব থেকে ইকরা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ডা. আঁখি আক্তার ভর্তি হওয়ার পর হাসপাতালে উপস্থিত হয়নি; নার্স ও আয়া দিয়ে ডেলিভারি সম্পন্ন হয়। বিকেল ৩:৩০ টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও পরিবারকে দেরি পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি।

‎নিহত নবজাতকের পিতা মো.বাবুল জানান, যদি নরমাল ডেলিভারি সম্ভব না হতো, ডাক্তার আঁখি আক্তার আমাদের জানাতেন। আমরা চাইলে সিজার বা অন্য হাসপাতালে নিতে পারতাম। কিন্তু ডাক্তার আঁখির অবহেলার কারণে আমাদের সন্তান মারা গেছে। আমরা তার বিচার চাই ।

‎স্থানীয়রা অভিযোগ করেন, চরফ্যাশনের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ক্লিনিক গড়ে উঠেছে, যেখানে অনভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন এবং স্বাভাবিক প্রসবেও পরিবারকে ভয় দেখিয়ে অতিরিক্ত অর্থের জন্য সিজার করানো হয়। তারা দ্রুত এসব অবৈধ ক্লিনিক বন্ধ ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎অভিযোগের বিষয়ে জানতে ইকরা হাসপাতালে গেলে ডা. আঁখি আক্তারকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত ফোনে কল দেয়া হলে তার সহকারী পরিচয় ফোন রিসিভ করে মোবাইলে বলেন, হাসপাতালে শিশু মারা গেলে কি হয়, এমন ঘটনা হতেই পারে, এরপর ফোন কেটে দেন।

‎ইকরা হাসপাতালের পরিচালক কাদের জানান, নবজাতকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডাক্তার আঁখি আক্তারকে হাসপাতালে রাখা হবে কি না তা শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

‎চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

‎ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম জানান, ডা. আঁখি আক্তারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ