বরিশাল

মঠবাড়িয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, শেবাচিমে ভর্তি- গ্রেপ্তার ১

  প্রতিনিধি 12 October 2025 , 8:41:23 প্রিন্ট সংস্করণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় দা দিয়ে কুপিয়ে এক ব্যবসায়ীকে গুরুত্বর জখম করার ঘটনায় অভিযুক্ত মোঃ সোহাগ ফরাজী (৪২) কে আটক করেছে থানা পুলিশ।

গত রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ বন্দর গরুর হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তি মোঃ শামিম জমাদ্দার স্থানীয় পেঁয়াজহাট এলাকার এক মুদি ব্যবসায়ী ও বাদী মোঃ আঃ হালিম জমাদ্দারের মেঝ ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে রোববার সকালে সোহাগ ফরাজী ও তার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন শামিম জমাদ্দারের পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে। এক পর্যায়ে সোহাগ ফরাজী পাশের একটি দোকান থেকে ধারালো দা এনে শামিমের মাথায় কোপ মারার চেষ্টা করলে কোপটি গলায় লেগে গুরুত্বর জখম হয়।

স্থানীয়রা আহত শামিমকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে রেফার করেন। বর্তমানে আহত শামীম আশংকাজনক অবস্থায় রয়েছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।

এদিকে স্বজনরা আরও জানান, পুর্ব বিরোধের জের ধরে প্রায় সময়ই শামীমের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সোহাগ ফরাজি। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণ হিসেবেই শামীমের ওপর এ হামলা চালায় সোহাগ ফরাজি ও তার সহযোগীরা।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহাগ ফরাজীকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় আহতের পিতা মোঃ আঃ হালিম জমাদ্দার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ