বরিশাল

সাতলায় শাপলা বিল থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নববধূর মৃ’ত্যু

  প্রতিনিধি 16 September 2025 , 1:05:53 প্রিন্ট সংস্করণ

উজিরপুর প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলার লাল শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের বাঘরারপাড় পাকা রাস্তায় এ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।

জানা যায়- উজিরপুর পৌরসভা ১নং ওয়ার্ড দক্ষিন মাদার্শী গ্রামের মেহেদী হাসান তার স্ত্রী মোসাঃ খাদিজা বেগম (১৯)কে নিয়ে বিকেলে মোটরসাইকেল যোগে সাতলার লাল শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যার দিকে বাড়িতে ফেরার সময় ওটরা বাঘরারপাড় রাস্তায় পৌছলে একটি ইজিবাইক গাড়ি আসলে সেখানে সড়ক দুর্ঘটনা হয়। এতে খাদিজা বেগম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। সুত্রে জানা যায় ১ মাস পূর্বে কোর্ট কাবিনের মাধ্যমে তাদের বিবাহ হয়। নিহত খাদিজা বেগমের বাড়ী মাগুরা জেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের বিষয়ে জানা যায়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ