বরিশাল

জনগণ না জানি কখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে শাড়ি-চুড়ি পরিয়ে দেয়: শায়খে চরমোনাই

  প্রতিনিধি 6 October 2025 , 5:39:10 প্রিন্ট সংস্করণ

ডেস্ক:
অতীতে যারা সরকারে ছিল তাদের সবাই ফেল করেছে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এজন্য একবার ইসলামকে ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে শায়খে চরমোনাই বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা করেছেন জনগণ না জানি আপনাকে শাড়ি-চুড়ি পরিয়ে দেয়। কেননা প্রতিদিনই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের সাথে কেন শান্তি চুক্তি করতে হবে? এটি কি ভিন্ন দেশ এমন প্রশ্ন রেখে সারাদেশের জেলার জন্য যে আইন, পার্বত্য অঞ্চলেও একই আইন থাকতে হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসবাদ-চাঁদাবাজদের শক্ত হাতে দমন করতে হবে, নইলে গদি ছাড়তে হবে।
অতীতের সব সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন, দীর্ঘদিন যারা এই দেশ চালিয়েছে তারা মানুষকে শান্তি দিতে পারেনি, বৈষম্য দূর করতে পারেনি, জুলুম-অত্যাচর-খুন বন্ধ করতে পারেনি। তাই একবারের জন্য ইসলামকে পরীক্ষা করে দেখুন। নৌকা, ধানের শীষসহ সকল দলকেই পরীক্ষা করেছেন, তারা বারবার ফেল করেছে।
ইসলামি আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ইউসুফ আহমাদ মনসুরসহ সংগঠনটির স্থানীয় নেতারা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ